মাঠে ফিরতে মরিয়া, প্রস্তুতিতে ফাঁক রাখছেন না ঋষভ পন্থ

পুনর্জন্ম! ঋষভ পন্থের জীবনে যেন এমনটাই ঘটেছে। ২০২২ সালের ডিসেম্বরের ঘটনা। গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। জীবন-মৃত্যুর মাঝে। সেই ভয়ঙ্কর পরিস্থিতি কাটিয়ে উঠেছেন। ধীরে ধীরে ফিটও হয়ে উঠছেন। পুনরায় ক্রিকেট খেলতে পারবেন, এই বিশ্বাসটাই একটা সময় চলে গিয়েছিল। সেই ঋষভ পন্থ এখন মরিয়া চেষ্টা করছেন মাঠে ফেরার। নেট প্র্যাকটিস করছেন। কিন্তু ম্যাচের স্বাদ আর প্র্যাক্টিস এক নয়। তাই যেন সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা!

আগামী ২২ মার্চ শুরু এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করা হয়েছে। মাঠে নামার প্রস্তুতি জোরকদমে চলছে ঋষভ পন্থের। ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ পড়েছিল বেঙ্গালুরুতে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন পন্থ। জাতীয় দলের সতীর্থদের দেখা পেয়ে বেজায় খুশি হয়েছিলেন। রোহিত-বিরাটদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেন। ভারতীয় দলের প্র্যাক্টিসের আগে নেটে ব্যাটও করেন ঋষভ। সাবলীল মনে হয়েছিল। তবে কিপিংয়ের ক্ষেত্রে এখনও অনেক খাটতে হবে।

মাঠে ফিরতে কতটা মরিয়া, প্রতিনিয়ত প্র্যাক্টিস, ফিটনেস ট্রেনিংয়েই বুঝিয়ে দিচ্ছেন পন্থ। এ দিনও ফিটনেস ট্রেনিংয়ের একটি ভিডিয়ো শেয়ার করেছেন দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন। সেখানে ক্যাপশন, ‘সাধ্যমতো চেষ্টা করছি’। জিম সেশনের ভিডিয়ো শেয়ার করেছেন পন্থ। এখনও অবধি যা পরিস্থিতি, এ মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন তিনিই।

দিল্লি ক্যাপিটালস প্রথম দুটো হোম ম্যাচ খেলবে বিশাখাপত্তনমে। দিল্লির প্রথম ম্যাচ প্রতিযোগিতার দ্বিতীয় দিন। মোহালিতে পঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। সকলেই অপেক্ষায়, দ্রুত ফুল ফিট হয়ে মাঠে ফিরুক ঋষভ পন্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =