বিক্ষোভের অনুমতি চেয়ে ডেরেকের ফের চিঠি দিল্লি পুলিশকে

ফের একবার দিল্লি পুলিশের কাছে বিক্ষোভের অনুমতি চেয়ে তৃণমূলের তরফে চিঠি পাঠালেন রাজ্য সভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। দিল্লি পুলিশের কাছ থেকে অনুমতি না মিললেও নিজেদের সিদ্ধান্তে অনড় তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে রাজধানীতে অবস্থান বিক্ষোভ করা হবে বলে জানিয়েছিল তৃণমূল। আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল ঘাসফুল শিবিরের। এদিকে অনুমতি মিলছে না দিল্লি পুলিশের তরফ থেকে।  তবে হাল ছাড়তে নারাজ তারা।

প্রসঙ্গত, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে কেন্দ্রের আটকে রাখা ১০০ দিনের বকেয়া টাকা আদায় করতে এবার দিল্লিতে গিয়ে বিক্ষোভ-অবস্থান করা হবে। কেন্দ্রের প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এই বকেয়া টাকা মেটানোর দাবিতেই ‘দিল্লি চলো’র ডাক দেন অভিষেক। সঙ্গে এও জানান, ট্রেন ভাড়া করে পশ্চিমবঙ্গ থেকে ১০ লক্ষ কর্মী-সমর্থককে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। যদি পথে কোথাও আটকানো হয়, তবে সেখান থেকেই দেখানো হবে বিক্ষোভ। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি রাজ্য়ের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও এই বিক্ষোভে যোগ দেবেন বলে জানানো হয়।

এই অবস্থান বিক্ষোভের জন্য দিল্লির রামলীলা ময়দানকেই বেছে নিয়েছিল তৃণমূল। ২ অক্টোবর, গান্ধি জয়ন্তী ও তার পরের দিন অবস্থান বিক্ষোভের পরিকল্পনা ছিল তৃণমূলের। কিন্তু দিল্লি পুলিশের তরফে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি, এমনটাই জানান দলের মুখপাত্র কুণাল ঘোষ। দিল্লি পুলিশ সেই আবেদন খারিজ করে । যদিও দলের তরফে জানানো হয় ২ অক্টোবর অবস্থান বিক্ষোভ হবে এবং তা দিল্লিতেই হবে। কর্মসূচি থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই নেই। এবার  জানা গেল,  ফের তৃণমূলের তরফে নতুন করে দিল্লি পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে।

দিল্লিতে মোট তিন জায়গায় বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়েছে। এই জায়গাগুলি হল যন্তর মন্তর, কৃষি ভবনের বাইরে এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের বাইরে। আগামী ২ ও ৩ অক্টোবর বিক্ষোভ অবস্থান করা হবে বলেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − seven =