কলকাতা : ওয়াকফ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই রবিবাসরীয় দুপুরে সোশ্যাল মিডিয়ায় ট্যাংরা মাছ-ভাতের ছবি পোস্ট করে কটাক্ষ শুনতে হলো তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েনকে।
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই নিয়ে এদিন বলেন, হাজার হাজার নিরীহ হিন্দুকে তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে, জিহাদি জনতার হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে—তারা নিজেদের দেশেই শরণার্থী হয়ে উঠছে। বাংলায় রক্তক্ষরণ হচ্ছে।
কিন্তু ভাবুন আমাদের প্রতিক্রিয়াশীল ‘বড় কথা বলা’ এমপি @derekobrienmp স্যার কী করছেন? রবিবারের দুপুরের খাবারের সাথে ফটোশুট করছেন। কারণ, অগ্রাধিকার, তাই না?
যখন আপনার লোকেরা সাহায্যের জন্য চিৎকার করছে, তখন এক প্লেট ট্যাংরা মাছ-ভাত এবং ফেসবুকের গৌরবে সাড়া দেওয়ার চেয়ে ভালো উপায় আর কী হতে পারে?
চিন্তা করবেন না, মাননীয় মহাশয়—খুব শীঘ্রই, এই “শরণার্থী” হিন্দুরা আপনার জন্য প্রতিটি দিনকে ছুটির দিন করে তুলবে। স্থায়ীভাবে। আপনার নীরবতার জন্য।
ততক্ষণ পর্যন্ত, দয়া করে… ভালো করে খান, নিশ্চিন্তে ঘুমান। ইতিহাস সাক্ষী থাকছে।