লাইনচ্যুত হাওড়া – আমতা লোকাল, আহত ৩

লাইনচ্যুত হাওড়া- আমতা লোকাল। বৃহস্পতিবার বেলা ১২টা- সাড়ে ১২টা নাগাদ মাজু স্টেশন ঢোকার আগে জগৎবল্লভপুরে যাদববাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সূত্রে খবর। সঙ্গে এও জানা গিয়েছে আমতাগামী ওই লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে যখন ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে তখন গাড়ির গতি অনেকটাই কম ছিল। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেল সূত্রে খবর। বড় দুর্ঘটনা না হলেও এই লাইনচ্যুতির জেরে কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে তিন জন গুরুতর আহত বলেও জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ-পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। আমতা লোকাল লাইনচ্যুত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন সরিয়ে ওই লাইনে গাড়ি চলাচল করতে কিছুটা সময় লাগবে। তবে কেন দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। বিষয়টি নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে এস আনন্দ জানান, ‘আমতা লোকাল লাইনচ্যুত হয়েছে। ক্ষয়ক্ষতি ঘটেনি। তিন জন আহত হয়েছে। আধিকারিকরা পৌঁছে গিয়েছেন দুর্ঘটনাস্থলে। ট্রেন সরাতে এখন সময় লাগবে। কেন এ রকম হল তা নিয়ে বিস্তারিত তদন্ত হবে।’

এদিকে ঘটনাস্থলে থাকা আরপিএফ-এর এক আধিকারিক জানান, ‘আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের বগি লাইনের উপরেই রয়েছে।’ তবে কী থেকে এই দুর্ঘটনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি রেলের তরফে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =