ঝাড়খণ্ডের বোকারোতে লাইনচ্যুত মালগাড়ি; বিঘ্নিত ট্রেন পরিষেবা, তদন্তে রেল

রাঁচি : ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। আবারও লাইনচ্যুত হল মালগাড়ি। ঝাড়খণ্ডের বোকারোর তুপকাদিহ ও রাজাবেরার মাঝে রেল লাইনে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে ১৫টি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে।

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এক সিনিয়র আধিকারিক জানান, বোকারো স্টিল প্ল্যান্ট থেকে স্টিল বোঝাই করে মালগাড়িটি আসছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে তুপকাদিহ ও রাজাবেরার সেকশনের মাঝে মেইন লাইনে মালগাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের দু’টি ওয়াগন লাইচ্যুত হয়ে যায়। দুই ভাগ হয়ে যায় মালগাড়িটি। এই ঘটনার জেরে ১৫টি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে, যার মধ্যে ১৪টিই এক্সপ্রেস ট্রেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যায় বোকারো আরপিএফ-এর ১৫ জন সদস্যের দল। সূত্রের খবর, জোরকদমে লাইন মেরামত করার কাজ চালানো হচ্ছে। পাশাপাশি, কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়েও তদন্ত শুরু করা হচ্ছে।

এরিয়া রেলওয়ে ম্যানেজার বিনীত কুমার বলেছেন, “লাইনচ্যুত হওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার রাত ৮.৪৫ মিনিটে তুপকাদিহ রেলওয়ে স্টেশন থেকে একটি মালগাড়ি ছেড়ে যায়। এটি বল্লভগড় স্টেশনের দিকে যাচ্ছিল। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 16 =