লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন, হেল্প লাইন নম্বর প্রকাশ দক্ষিণ-পূর্ব রেলের 

হাওড়া : হাওড়ায় লাইনচ্যুত হয়েছে ২২৮৫০ ডাউন সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের ৩টি বগি। এই ট্রেন দুর্ঘটনায় কেউ হতাহত হননি। রেললাইন মেরামতের কাজ চলছে। সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। এই দুর্ঘটনার পরই হেল্প লাইন নম্বর প্রকাশ করল দক্ষিণ-পূর্ব রেল।

সেগুলি হল-

শালিমার

৬২৯৫৫৩১৪৭৮১

৪৫৮৩৪ (রেল)

সাঁতরাগাছি

৯৮৩১২৪৩৬৫৫

৮৯১০২৬১৬২১

খড়্গপুর

৬৩৭৬৪ (রেল)

০৩২২২৯-৩৭৬৪

হাওড়া

৭৫৯৫০৭৪৭১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =