২০২৬-এর মধ্যেই বাজারে ডেঙ্গির ভ্যাকসিন

সুখবর ভারতবাসীর জন্য। ২০২৬-এর মধ্যেই বাজারে আসছে ডেঙ্গির ভ্যাকসিন। প্রসঙ্গত, বর্ষা আসতেই শুরু হয়েছে ডেঙ্গির প্রাদুর্ভাব। মশা বাহিত রোগের বাড়বাড়ন্তে প্রতি বছরই বহু মানুষ প্রাণ হারান। এবারেও তার ব্যতিক্রম চোখে পড়ছে না। প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার চালানো হলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি। এদিকে ডেঙ্গির কবল থেকে মানুষের প্রাণ বাঁচাতে দীর্ঘদিন ধরেই টিকা তৈরির কাজ চলছিল। এবার এই টিকা নিয়েই সুখবর শোনাল ইন্ডিয়ান ইম্যুনোলজিক্যাল লিমিটেড। দেশের এই টিকা প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২০২৬ সালের মধ্যেই ডেঙ্গির ভ্যাকসিন  বাজারে আনা হবে।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই ভারতে ডেঙ্গি মাথাব্য়াথার কারণ হয়ে উঠেছে। ২০২৩ সালের ৩১ জুলাইয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে ৩১ হাজার ৪৬৪ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুযায়ী, করোনাকালে ডেঙ্গির প্রাদুর্ভাব কিছুটা কমলেও, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ডেঙ্গি আক্রান্তের হার ৩৩৩ শতাংশ বেড়েছিল। ২০২১ থেকে ২২ সালে আক্রান্তের হার ২১ শতাংশ বেড়ে যায়।

সম্প্রতিই ইন্ডিয়ান ইম্যুনোলজিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কে আনন্দ কুমার জানান, ডেঙ্গি প্রতিরোধে ভ্যাকসিন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। প্রথম দফায় ১৮ থেকে ৫০ বছর বয়সী ৯০ জনের উপরে ট্রায়াল করা হয়েছে, যা ১০০ শতাংশ সফল হয়েছে। কোনও রকমের প্রতিক্রিয়া দেখা যায়নি। শীঘ্রই প্রথম দফার ট্রায়াল শেষ হয়ে যাবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপ পার করতে দুই-তিন বছর সময় লেগে যাবে। আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যেই ডেঙ্গির ভ্যাকসিন বাজারে আসবে। হাসপাতালের পাশাপাশি ওষুধের দোকানেও পাওয়া যাবে ডেঙ্গি ভ্যাকসিন। এদিকে সূত্রে এ খবরও মিলছে যে, আইআইএলের পাশাপাশি আরও দুটি ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থা- সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া ও প্যানাসিয়া বায়োটেকও ডেঙ্গি ভ্যাকসিন তৈরি করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 4 =