বেঙ্গালুরু : বর্ষার মরসুমে গোটা কর্ণাটক জুড়ে এখন ডেঙ্গুর আতঙ্ক। ইতিমধ্যে আক্রান্ত ৭ হাজার পার। বেঙ্গালুরুতে আক্রান্ত প্রায় ২ হাজার। মশার প্রভাব কমাতে শুরু হয়েছে অভিযান। পুরসভাকে সতর্ক করার পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
শাসক দল কংগ্রেসকে একহাত নিয়েছে গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে হাসপাতালে পর্যাপ্ত পানীয় জল নেই। এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।
পাল্টা কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রী দীনেশ গুন্ডু রাও বলেন, এই সময় রাজনীতি করছে বিজেপি। তবে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও চিন্তার কারণ নেই।