কলকাতা : পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে কমছে, সরকারি পরিসংখ্যান অন্তত তেমনটাই বলছে। রাজ্যে দৈনিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। স্বাস্থ্য ভবন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২ দিন ধরে আক্রান্তের সংখ্যা ৫০০-র আশেপাশে রয়েছে। বৃহস্পতিবার ৬ হাজার ৭৩ জনের রক্ত পরীক্ষা হয়। এর মধ্যে ৫০৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৫০৬।
বিগত কিছু দিন আগে পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, অবশেষে এল স্বস্তির খবর। অবশ্য ইতিমধ্যেই মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুও হয়েছে বহু মানুষের। ১৪ দফা নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য দপ্তর। হাসপাতালগুলিকে তা মেনে চলতে বলা হয়েছে।