ডেঙ্গু-ম্যলেরিয়া, ছুটি বাতিল পুরসভার চিকিৎসকদের

কলকাতা : আগামী দূর্গাপুজোর মরসুমে যাতে মশাবাহিত রোগের হাত থেকে নাগরিকদের রেহাই দিতে পারে কলকাতা পুরসভা সচেষ্ট। এই মুহূর্তে শহরে ম্যালেরিয়া ও ডেঙ্গু এই দুই মারণ রোগের হাত থেকে খানিক রেহাই মিলেছে। তবে, নজরদারি অব্যাহত রয়েছে। বর্ষাকালীন সময়ে বাড়ে এই রোগের প্রকোপ। কাজেই কোনওরকম খামতি রাখতে রাজি নন তিনি।

এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম শনিবার জানিয়েছেন, ১৪৪ টি ওয়ার্ডের ১৫ টি বোরো অফিসের মেডিক্যাল ইউনিট খোলা থাকবে। ডেঙ্গু নির্নয় কেন্দ্র যেমন খুলে রাখা হবে তেমনই চিকিৎসাও চালু থাকবে। চিকিৎসকদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।

পুর স্বাস্থ্য বিভাগের এক পরিসংখ্যান অনুযায়ী, গতবছর ২৫ আগস্ট নাগাদ ১,৪০৭ জন রোগীর রক্তে ডেঙ্গুর নমুনা মেলে। এবছর তা মাত্র ৩১২ জন। ৭৭.৮৩% বৃদ্ধি পেয়েছে। ম্যালেরিয়ার হিসেবে গতবছর ৩,৮৮৩ ছিল আক্রান্ত। এবছর তা কমে ১,৭৭৮ জন অর্থাৎ ৫৪.২৬% তুলনায় কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 12 =