পশ্চিম মেদিনীপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি

উদ্বেগজনক না হলেও পশ্চিম মেদিনীপুরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। অগস্ট মাস থেকে বাড়তে শুরু করেছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ। বর্ষার শেষের দিকে ভারী বর্ষণ হওয়ায় ঘাটাল ও খড়গপুর মহকুমার নিচু এলাকাগুলিতে জল জমেছে, ফলে দাসপুর এক নম্বর ব্লক এলাকায় উল্লেখযোগ্যভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, গত দু’সপ্তাহে জেলায় ৩২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে দাসপুর ১ নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন ১২ জন। দাসপুর দু’নম্বর এবং ঘাটাল ব্লকে আক্রান্তের সংখ্যা তিনজন করে, ডেবরা, সবং, পিংলা এবং খড়গপুর পুরসভা এলাকায় দু’জন করে আক্রান্ত হয়েছেন। কেশপুর এবং মেদিনীপুর সদর ব্লকে আক্রান্তের সংখ্যা দু’জন। অগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী জানিয়েছেন। তিনি বলেন, ঘাটাল, ডেবরা, খড়গপুর ও মেদিনীপুর হাসপাতালে ১৬ জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। জেলায় এ পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই। মঙ্গলবার জেলা স্বাস্থ্য দপ্তরে একটি বিশেষ পর্যালোচনা সভা হয়। সেখানে জেলার প্রতিটি ব্লকের স্বাস্থ্য আধিকারিকদের ডেঙ্গি সম্পর্কে সচেতন করা হয়েছে। আশা কর্মীরা তৎপর হয়েছেন ডেঙ্গি প্রতিরোধে। জেলা জুড়ে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। বাড়ির আশপাশ এলাকা পরিষ্কার রাখতে এবং নিয়মিত এক প্রকার রসায়নিক যুক্ত মশারি ব্যবহার করতে বলা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, চলতি মরশুমে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০৭ জন। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮২ জন। তার মধ্যে শুধুমাত্র অগস্ট মাসে ৪৬ জন আক্রান্ত হয়েছেন। দাসসপুর দু’নম্বর ব্লকে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, ১১ জন। জেলা স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, চলতি মরশুমে জেলায় এখনো পর্যন্ত স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন, তাদের মধ্যে বেশিরভাগ আক্রান্ত শিশুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =