নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: তীব্র গরমের মধ্যেই কাঁকসাজুড়ে গত তিনদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের শিকার বলে দাবি পানাগড় বাজার সহ আশপাশের মানুষজনের। দাবি, গত ৪দিন ধরে লো ভোল্টেজের কারণে সমস্যায় পড়েন কাঁকসা মাধবমাঠের বাসিন্দারা। একাধিক বাড়িতে অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা সহ তীব্র গরমে কষ্ট ভোগ করতে হয় শিশুদেরও। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কাঁকসার বেশ কিছু পরিবার পানাগড়ের দার্জিলিং মোড়ে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন।
স্থানীয়দের বিক্ষোভের জেরে বিদ্যুৎ বণ্টন দপ্তরে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় ৪দিন ধরে সন্ধ্যা হলেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে পানাগড় সহ আশপাশের এলাকায়। কোনওদিন সারা রাতেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় না। বর্তমানে ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে বিদ্যুৎ পরিষেবা। দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলেও কোনও সমাধান হয় না বলে অভিযোগ।
যদিও বিদ্যুৎ বণ্টন দপ্তরের এর আধিকারিক সমস্ত অভিযোগ মেনে নিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন খুব দ্রুততার সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান করা হবে।