নিজস্ব প্রতিবেদন, কালনা: পূর্ব বর্ধমান জেলার কালনায় তীব্র জল সংকট। কালনা মিউনিসিপ্যালিটির এক ও দু’ নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ডে মিউনিসিপ্যালিটি জলের সংকট দেখা দিয়েছে। অভিযোগ, প্রত্যেকটা বাড়িতে হাউস কানেকশন থাকা সত্ত্বেও মিউনিসিপ্যালিটি কলে জল পড়ে না। রাস্তারও বেশ কিছু কল অকেজো হয়ে গিয়েছে। বাড়ির বাইরে ১০০, ২০০ মিটার দূর থেকে হাতকলে জল তুলে নিয়ে এসে বাড়ির জলের কাজ করতে হচ্ছে এলাকাবাসীদের। দীর্ঘদিন মিউনিসিপ্যালিটিকে অভিযোগ জানিয়ে এলাকার পানীয় জলের উন্নতি হয়নি বলে এলাকাবাসীদের দাবি। সাময়িক ভাবে মাঝেমধ্যে মিউনিসিপ্যালিটি ট্যাংকির জল নিয়ে আসে ওয়ার্ডে।
এলাকার কাউন্সিলরের দাবি, দ্রুত সমস্যার সমাধান করা হবে। মিটিংয়ে জলের ট্যাংকি চলে যাওয়ায় পরিষেবায় অসুবিধা দেখা দিয়েছে। জলের প্রজেক্টের কাজগুলো ঠিক মতো না হওয়ায় জলের সমস্যা জানালেন এলাকার কাউন্সিলর সুনীল চৌধুরী।