খাবার পৌঁছতে গিয়ে মাঝ পথে দুর্ঘটনায় মৃত্যু ডেলিভারি বয়ের!

অন্যকে খাবার পৌঁছে দিতে গিয়ে মাঝ পথে দুর্ঘটনায় মৃত্যু ডেলিভারি যুবকের, শোকের ছায়া পরিবারে, সরকারি সাহায্যের আবেদন। রোজকার মতোই রবিবার বাড়ি থেকে কলকাতায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় অশোকনগর বালিয়াডাঙার বছর ২৭ এর অজয় ঘোষ। সংসারে অভাব থাকায় সকালে গেঞ্জির কারখানায় কাজ করে বিকেলে বেসরকারি সংস্থার একটি খাবার ডেলিবারি বয়ের কাজ করে। ছোট বেলায় মা মারা গিয়েছে সংসারে অসুস্থ বাবা সুনীল ঘোষ এবং স্ত্রী অনিন্দিতা পাল ঘোষ।পরিবারের একমাত্র রোজগারে অজয় শুধুমাত্র রবিবার ছাড়া রোজই অজয় সকাল সাতটায় বাড়ি থেকে কলকাতায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রবিবার কলকাতায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। হঠাৎ করে রাতেই ঘটে ছন্দপতন। পরিবারের কাছে রাত ১০টায় খবর আসে পথদুর্ঘটনায় আহত অজয় বারাসাত হাসপাতালে রয়েছে। তবে পরিবার ঘটনাস্থলে পৌঁছতে সব শেষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের দিক থেকে এক বাইকে করে খাবার নিয়ে পেশায় অনলাইন ডেলিভারি বয় বাইকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় যশোর রোডের বিটি কলেজের সামনে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। গাড়ির গতি বেগ থাকার কারণে সঙ্গে সঙ্গে পড়ে যায় ওই ডেলিভারি বয়। এরপর এই এলাকার মানুষজন তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে। মৃতের পরিবারের আবেদন পরিবারের একমাত্র ছেলে অজয় আর নেই। একদিকে অন্তঃসত্ত্বা স্ত্রী অনিন্দিতা অন্যদিকে অসুস্থ বাবা সুনীল ঘোষ তাদের কিভাবে চলবে আগামী দিনে বুঝতে পারছে না। তারা তাই সরকারের কাছে আবেদন যদি আর্থিকভাবে সহযোগিতা পায়। তাহলে আগামী দিনে কিছুটা চলতে পারবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এয়ারপোর্ট থানার পুলিশ লরিটিকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 17 =