জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও তার আশপাশের একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের পরিমাণ ৫.৮। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ কম্পন অনুভূত হয়।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল-চিন সীমান্তের কাছে কালিকা এলাকার ১০ কিলোমিটার গভীরে।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, এদিন দুপুর ঠিক ২টো ২৮ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, লখনউয়ের বেশ কিছু এলাকায়। স্বাভাবিক ভাবেই ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গিয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানা-সহ উত্তর ভারতের কিছু রাজ্যে।
Felt the tremors of the #earthquake in Delhi. pic.twitter.com/xTIBi3oiqW
— roobina mongia (@roobinam) January 24, 2023
দিল্লি ও গ্রেটার নয়ডার বাসিন্দারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন। কম্পনের (Earthquake) সময়ের মুহূর্ত ধরা পড়েছে সেখানে। অন্তত ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়। যদিও এই কম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৩।
উল্লেখ্য, গত রবিবারই উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮।