শৈত্যপ্রবাহের জেরে স্কুলে শীতকালীন ছুটি বাড়াল দিল্লি সরকার

শৈত্যপ্রবাহের জেরে দিল্লি সরকারের অধীনস্থ ডিরেক্টরেট অফ এডুকেশন এর তরফে জারি হল এক নির্দেশিকা। এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ‘শৈত্যপ্রবাহের জন্যই দিল্লির সমস্ত বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।’ যদিও দিল্লি সরকারের অধীনস্থ স্কুলগুলি ২ জানুয়ারি খুলেছে এবং ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।সিলেবাস শেষ করা এবং ছাত্র-ছাত্রীদের ভাল রেজাল্ট করার লক্ষ্যেই ক্লাস চালু রাখা হয়েছে। এরই প্রেক্ষিতে দিল্লির ডিরেক্টরেট অফ এডুকেশনের দেওয়া নির্দেশিকায় জানানো হয় যে, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কথা মাথায় রেখে কেবল তাদের ক্লাস চালানো যেতে পারে। সেক্ষেত্রে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল চালানোর কথা বলা হয়েছে এই নির্দেশিকায়।

এদিকে আবার রবিবার থেকে দিল্লিতে নতুন করে শৈত্যপ্রবাহ চালু হয়েছে। এদিন সকালে সফদরজং এলাকায় তাপমাত্রা নেমে যায় ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা গত দু-বছরের মধ্যে জানুয়ারিতে সর্বনিম্ন।এছাড়া প্রতিদিন সকালে গোটা উত্তর-পশ্চিম ভারত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে।কুয়াশা প্রভাব পড়েছে যার ফলে রেল বিমান এবং যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। দেশের মধ্য এবং পূর্বাঞ্চলের কিছু অংশেও এর প্রভাব পড়ছে।গত শনিবার দিল্লির সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। যা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীরের কিছু অঞ্চলের থেকেও কম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eleven =