নিশানায় ছিল দিল্লির জনবহুল এলাকা, দুই জঙ্গিকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ

নয়াদিল্লি : দুই আইসিস জঙ্গিকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেল শুক্রবার জানিয়েছে, দুই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। একজনের বাড়ি দিল্লিতেই, অপরজন মধ্যপ্রদেশের বাসিন্দা। দিল্লির জনবহুল এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানো ছিল এই দুই জঙ্গির টার্গেট।

স্পেশাল সেলের অতিরিক্ত সিপি প্রমোদ কুমার কুশওয়াহা বলেন, “দিল্লির ২০ বছর বয়সী আদনান খান ওরফে আবু মুহারিব এবং ভোপালের ২১ বছর বয়সী আদনান খান, যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পড়াশোনা করছিলেন, তাদের ১৬ এবং ১৮ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল।

তারা জনবহুল এলাকায় আইইডি বসানো এবং বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল। ভোপালের আদনান খানকে এর আগেও অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। তারা দীপাবলির সময় সন্ত্রাসী কার্যকলাপ চালাতে চেয়েছিল। আমরা তাদের কাছ থেকে একটি টাইমার, একটি আইএসআইএস পতাকা এবং ল্যাপটপ ও পেন ড্রাইভ ইত্যাদি উদ্ধার করেছি। তারা দক্ষিণ দিল্লির একটি মল এবং একটি পাবলিক পার্ককে টার্গেট করার চেষ্টা করেছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 20 =