কেজরিওয়ালকে তোপ দেগে আপ ছাড়লেন দিল্লির মন্ত্রী

জেলবন্দি দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তারই মধ্যেই বুধবার দল ছাড়লেন দিল্লির মন্ত্রী রাজ কুমার আনন্দ। লোকসভা নির্বাচনের আগে ফের ধাক্কা খেল আপ।মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি এদিন দল ছাড়ার কথাও জানিয়ে দেন তিনি। দিল্লির সমাজকল্যাণ ও শ্রম মন্ত্রকের দায়িত্ব ছিল রাজের হাতে। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই আচমকা দল ছাড়লেন তিনি। তবে দল ছাড়ার আগে কেজরিওয়ালকেই তোপ দেগেছেন। অন্য কোনও দলে যোগ দেবেন কিনা, সেই নিয়ে এখনও কিছু জানাননি দিল্লির সদ্যপ্রাক্তন মন্ত্রী।উল্লেখ্য, গত নভেম্বর মাসে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।

রাজের কথায়, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছিল যে দল, আজ সেই পার্টির সুপ্রিমো দুর্নীতির অভিযোগে জেলবন্দি। গোটা দলটায় দুর্নীতি ছেয়ে গিয়েছে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, আমার সরকারি পদ ও দল দুটোই ছাড়তে হচ্ছে।’

দিনকয়েক আগেই আপ মন্ত্রী অতিশী অভিযোগ এনেছিলেন, বিজেপিতে যোগ না দিলে গ্রেপ্তার  করা হবে আপ নেতৃত্বকে। সেই জন্যই কি আর্থিক তছরুপে অভিযুক্ত মন্ত্রী দল ছেড়ে দিলেন? লোকসভা ভোটের আগে মন্ত্রীর এমনভাবে দল ছাড়ার বিষয় নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =