ঘাটালের বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিজেদেরই লড়তে হবে। ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal master plan) নিয়ে বাংলার মানুষের কথা দিল্লি শুনছে না বলে মন্তব্য করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (Deepak Adhikary)।বৃহস্পতিবার ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমাদের কাজ মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করা। ঘাটালে রেলপথ ও সরকারি বাস পরিষেবা চালু করার চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি জানান।
বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বীরসিংহ গ্রামে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরসিংহ এলাকার উন্নয়নের জন্য বীরসিংহ উন্নয়ন পর্ষদ ঘোষণা করে জানিয়েছিলেন এই পর্ষদ বীরসিংহ সহ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় উন্নয়নের কাজ করবে। এজন্য জেলা প্রশাসন তিন কোটি টাকা বরাদ্দ করে। ইতিমধ্যে নিকাশি ব্যবস্থা-সহ বেশ কিছু উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং ঘাটাল মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নে জোর দেওয়া হবে বলে সাংসদ অভিনেতা দেব জানান। এদিন বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রেশমি কমল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র-সহ এলাকার জনপ্রতিনিধিরা।