মন্ত্রিত্ব ছাড়লেন সিসোদিয়া আর সত্যেন্দ্র জৈন, ইস্তফা গ্রহণ কেজরিওয়ালের

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন শীর্ষ আদালত খারিজ করার প্রায় সঙ্গে সঙ্গেই  রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মণীশ সিসোদিয়া।শুধু তিনিই নন, এর আগেই অন্য এক আর্থিক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া সত্যেন্দ্র জৈনও একইসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মঙ্লবার বিকেলেই। এদিকে সূত্রে খবর, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই দুজনেরই পদত্যাগপত্র গ্রহণ করেন। ২০২১-২২ অর্থবর্ষে দিল্লি সরকার যে আবগারি নীতি প্রণয়ন করেছিল, সেই নীতির বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে রবিবার সন্ধ্যায় মণীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করে সিবিআই। আর ২০২১-এর মে মাসে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এতদিন ধরে তাঁর পদত্যাগের দাবি তুলেছিল বিরোধীরা। তবে তাঁকে ক্লিন চিট দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদেই রেখেছিলেন আম আদমি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =