গোরু পাচার (Cattle Smuggling) মামলায় ফের জেল হেপাজতে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেন। শুক্রবার তাকে তোলা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। শুনানি শেষে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত। এবার সহগলের ঠিকানা হতে চলেছে তিহার জেল।
গত কয়েকদিন দিল্লিতে ইডি হেপাজতে ছিলেন প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেন। সেখানে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। আজ ফের দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন সুকন্যা। এদিকে শুক্রবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয় সহগলকে। শুনানি শেষে সায়গলকে তিহার জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গোরু পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সহগল হোসেন। একাধিকবার তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। ৯ জুন সহগল হোসেনকে তলব করা হয়েছিল। ওইদিন দুপুর ২ টোর বেশ কিছুটা পর নিজাম প্যালেসে পৌঁছন সায়গল। শুরু হয় জিজ্ঞাসাবাদ। দফায় দফায় চলে জেরা। ম্যারাথন জেরার পর সন্ধেয় গ্রেপ্তার করা হয় সহগলকে। সিবিআই সূত্রে জানা গিয়েছিল, সম্পত্তির হিসেবে দিতে পারেননি ধৃত। তাঁর আয়ের সঙ্গে ব্যায়ের কোনও মিল পাওয়া যায়নি। বক্তব্যে মিলেছে একাধিক অসংগতি। সেই কারণেই গ্রেপ্তার করা হয় সহগলকে।