স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে চিকিৎসকদের আবেদন দিল্লি এইমস অধিকর্তার

নয়াদিল্লি : কাজ শুরু করুন চিকিৎসকরা। দিল্লি এইমসের চিকিৎসকদের কাছে এমনই আবেদন করলেন দিল্লি এইমস-এর অধিকর্তা।

রোগীরা যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্যই চিকিৎসকদের দ্রুত কাজ শুরু করার আবেদন জানানো হয় এইমসের অধিকর্তার তরফে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে “ধর্ষণ” ও “খুন” করা হয়। এই ঘটনায় গর্জে ওঠে গোটা দেশ। চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন দেশের একাধিক হাসপাতালে। যার জেরে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 6 =