দিল্লির ভয়াবহতা বিহারে, বৃদ্ধকে নিয়ে ৮ কিলোমিটার ছুটে পিষে দিল গাড়ি

বিহার, ২২ জানুয়ারি: দিল্লিতে বর্ষবরণের রাতে তরুণী অঞ্জলি সিংকে গাড়ির চাকায় প্রায় ১২ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁর মৃত্যু হয়। সেই ভয়াবহ ঘটনার স্মৃতি মোছার আগেই একই ঘটনা ঘটল বিহারের পূর্ব চম্পারণে। জাতীয় সড়কের উপর সাইকেল আরোহীকে ধাক্কা মারল গাড়ি। ধাক্কা খেয়ে গাড়ির বনেটেই আটকে যান সত্তরোর্ধ্ব। সেই অবস্থায় তাঁকে নিয়ে গাড়ি ছুটল ৮ কিলোমিটার। শেষ পর্যন্ত বৃদ্ধের ওপর দিয়েই চলে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বৃদ্ধের। ঘাতক গাড়িটিকে আটক করতে পারলেও চালক ও আরোহীরা পলাতক।

পূর্ব চম্পারণ জেলা দিয়ে গিয়েছে ২৭ নম্বর জাতীয় সড়ক। কোতওয়া থানা এলাকার বাঙরা গ্রামের বাসিন্দা শঙ্কর চৌধুরী। তিনি ওই জাতীয় সড়ক পেরোচ্ছিলেন সাইকেলে। সেই সময় গোপালগঞ্জ থেকে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। সাইকেল নিয়ে পড়ে যান শঙ্কর, আটকে যান গাড়ির বনেটে। দুর্ঘটনা দেখতে পেয়ে ছুটে আসছিলেন স্থানীয়রা। তখনই আরও দ্রুত এলাকা ছাড়তে চেয়ে গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। বনেটের ওপর শুয়ে ওয়াইপার ধরে চিৎকার করতে থাকেন বৃদ্ধ। কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে এলাকা ছেড়ে পালাতে থাকে। গাড়ির পিছনে ধাওয়া করেন স্থানীয়রা। এই অবস্থায় ৮ কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার পর গাড়ি থেকে গড়িয়ে পড়ে যান শঙ্কর। গাড়ি থামানো তো দূর অস্ত, চালক গতি আরও বাড়িয়ে শঙ্করকে পিষেই চলে যান গাড়িচালক। কোতওয়া থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অনুজ কুমার জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরই জাতীয় সড়ক ধরে যতগুলি থানা, সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। তবে গাড়ির চালক এবং আরোহীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গাড়ির মালিককেও খুঁজছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + sixteen =