ডিএলএড আর হোম সেন্টারে নয়, কড়া নজরদারিতে পরীক্ষা অন্যত্র

কলকাতা : হোম সেন্টারে নয়, নির্দিষ্ট করে দেওয়া পরীক্ষাকেন্দ্রেই এবার হবে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের কোর্স ডিএলএড-এর পরীক্ষা।আগামী ২৮ নভেম্বর থেকে ডিএলএড পার্ট-২ পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষা থেকে নয়া নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।জানা গিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে চলা পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫ হাজার। শুধু এই পরীক্ষায় নয়। আগামিদিনে ডিএলএড পরীক্ষার ক্ষেত্রে পাকাপাকিভাবে হোম সেন্টার ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গৌতম পালের বক্তব্য, ‘এবার থেকে এই পরীক্ষা অন্য স্কুল-কলেজেই হবে। পরীক্ষা নেওয়ার পদ্ধতি মেনেই আমরা পরীক্ষা নেব। ইনভিজিলেটর থাকবেন। নজরদারি করবেন পরীক্ষাকেন্দ্র হিসাবে নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকরা। পরীক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ নিয়েছি।’

বহুদিন ধরেই ডিএলএড কলেজগুলির বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত বিভিন্নরকম অভিযোগ উঠে এসেছে। অভিযোগ, নিয়ম মেনে পরীক্ষা হত না ডিএলএড কলেজগুলিতে। কোথাও কোথাও ১২ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র পৌঁছে যেত, পরীক্ষার হলে বই খুলে লিখতে দেওয়া হত, এরকম অভিযোগও উঠে আসে। সেইসব অভিযোগের ভিত্তিতেই স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনায় এই নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ।পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ‘ডিএলএড-এর পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ পেয়েছি। সেকারণেই পরীক্ষায় হোম সেন্টার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলে অন্য পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে।’

প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনে ৫৯৬টি বেসরকারি ও ৬০টি সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা কলেজ রয়েছে। গত মাসেই সরকারি ও বেসরকারি সব ডিএলএড কলেজগুলির প্রিন্সিপালদের সঙ্গে বৈঠক করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। প্রতিটি প্রতিষ্ঠানকে সঠিক আচরণবিধি মেনে চলার বার্তা দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eight =