সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে হার ভারতের। অপরাজেয় থেকে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা থেকে গেল। এদিন শেষ ম্যাচে ৩-৪ গোলে হারল ভারত। হার সত্ত্বেও সাফ চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছিল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ব্লু-টাইগ্রেসরা।
ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন বাংলাদেশের পূর্ণিমা মার্মা। ৯ মিনিটে গোল শোধ করেন ভারতের অনুষ্কা কুমারী। ৩৪ মিনিটের মাথায় আলপি আখতারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ৪৮ মিনিটে সৌরভী প্রীতির গোলে ব্যবধান বাড়িয়ে ৩-১ করে নেয় বাংলাদেশ। ৬৫ মিনিটে প্রীতিকা বর্মনের গোলে ব্যবধান কমায় ভারতের মেয়েরা। বাংলাদেশের অধিনায়িকা জুলান ৮৯ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন। এই ম্যাচ হারের পর ক্লিনশিট বজায় রাখতে ব্যর্থ হল ভারতের মেয়েরা। গত পাঁচটি ম্যাচ ক্লিনশিট বজায় রেখেছিল ভারতীয় দল। বাংলাদেশ ম্যাচে যা ভঙ্গ হল।
ভারতীয় দল এবার বেঙ্গালুরুতে অনুর্ধ্ব ১৭ মহিলা এএফসি এশিয়ান কাপের জন্য প্রস্তুতি শুরু করবে। যা অক্টোবরে কিরগিজ প্রজাতন্ত্রের বিশেকে অনুষ্ঠিত হবে।

