কাজের সময় ও পারিশ্রমিক বিতর্কে মুখ খুললেন দীপিকা

নানা বিতর্কের পর অবশেষে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukon)। Sandeep রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পরা থেকে কাল্কি থেকে সরে দাঁড়ানো সহ নানা বিষয়ে উত্তর দিলেন দীপিকা। অভিনেত্রী বলেন, ৮ ঘণ্টা কাজ করার জন্য কোনও পুরুষ অভিনেতাকে বলা হয় না তো। ভারতীয় অনেক অভিনেতা আছেন যারা ৮ ঘণ্টার বেশি কাজ করেন না, সেটা নিয়ে তো হেডলাইন হয় না। নাম নিয়ে তিনি বলেন, অনেক অভিনেতা আছেন যারা উইকএন্ডে কাজ ও করেন না। সোমবার থেকে শুক্রবার কাজ করেন। আমার মনে হয় এবার ওয়ার্ক কালচার আসা দরকার।

শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’এর ফিমেল লিড দীপিকা আরও বলেন, নিজের লড়াই সবসময় চুপচাপ লড়ে এসেছি, কিছু ক্ষেত্রে তা হেডলাইনস হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + five =