শুটিং ফ্লোরে অসুস্থ দীপিকা

আপকামিং ছবি ‘প্রজেক্ট কে’র শুটিংয়ে হঠাৎ অসুসস্থ বোধ করেন দীপিকা (Deepika Padukone)। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে।শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, চিন্তার বিশেষ কারণ নেই।জানা যায়, প্রভাসের সঙ্গে পরবর্তী ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। তাঁদের আগামী ছবির নাম ‘প্রজেক্ট কে’ (Project K)। আপাতত সেই ছবির শুটিং চলছে হায়দ্রাবাদে। সেখানেই শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।সেটে আচমকাই হার্টবিট বেড়ে যায় দীপিকার। তার জেরেই অস্থির হয়ে পড়েন নায়িকা।উল্লেখ্য, শাহরুখ খানের আপকামিং ছবি ‘পাঠান’(Pathan)-এও অভিনয় করছেন দীপিকা। এছাড়া হৃতিক রোশনের ‘ফাইটার’ ছবিতেও দেখা যাবে বি-টাউনের বিউটি ক্যুইনকে।

এই প্রথম পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। এছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও দিশা পাটানিকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =