মুম্বইয়ের লালবাগে বাপ্পার দর্শনে দীপিক-রণবীর, সিনেমার মঙ্গল কামনায় পৌঁছলেন সিদ্ধার্থ- জাহ্নবী

ম্যাচিং পোশাকে মুম্বইয়ের বিখ্যাত লালবাগের বাপ্পার দর্শনে পৌঁছলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukon) ও ও রণবীর সিং (Ranveer Sing)। মেয়ে দুয়ার জন্মের পর বেশ কিছুটা লাইম লাইট থেকে দূরে ছিলেন দীপিকা।
কিন্তু, গণেশ চতুর্থীর শুভ উৎসবে স্বামী রণবীরের সঙ্গে ম্যাচিং পোশাকে বাপ্পার দর্শনে পৌঁছলেন লালবাগ। দু’জনেই সোনালি রংয়ের ট্র্যাডিশনাল পোশাকে ধরা দিলেন ক্যামেরার সামনে।
অন্যদিকে, সিনেমা মুক্তির আগে লালবাগের বাপ্পা দর্শনে পৌঁছলেন ‘পরম সু¨রী’র স্টার কাস্ট সিদ্ধার্থ ও জাহ্নবী। উল্লেখ্য, ২৯ অগস্ট মুক্তি পাবে রম-কম পরম সু¨রী। অভিনেত্রী একটি লাল শাড়ি, ও সিদ্ধার্থ পিঙ্ক রংয়ের কুর্তায় ধরা দিলেন ক্যামেরার সামনে। অভিনেত্রীর লুকে ছিল মহারাষ্ট্রর ঝলক, নাকে পরেছিলেন নথ, এবং বড় ঝুমকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 20 =