বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পর্যটন কেন্দ্রে যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পর্যটন কেন্দ্রের মিনি সুন্দরবনের গোলপাতার জঙ্গলে এদিন ভোররাতে এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দেখা মাত্রই খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম অমিত রায় (২৩)। বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকায়। এও জানা গিয়েছে, দিন চারেক আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। তারপর দেগঙ্গা থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে ওই যুবকের পরিবারের সদস্যরা। পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে সুইসাইড নোট লিখে এসে আত্মঘাতী হয় অমিত। তবে ঠিক কি কারণে এই আত্মহত্যা সে ব্যাপারে এখনো নির্দিষ্ট কোনও প্রমাণ পাওয়া যায়নি। দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতনদের জন্য পাঠানো হয়েছে। টাকিতে ওই যুবক ঠিক কবে এসেছিল? তার সঙ্গে আর কেউ এসেছিল কিনা? পাশাপাশি শুধুই কি আত্মহত্যা নাকি আত্মহত্যার প্ররোচনা দিয়ে খুন? তদন্তে হাসনাবাদ ও দেগঙ্গা থানার পুলিশ।