বিধাননগরে ঘর থেকে উদ্ধার চিকিৎসকের পচাগলা মৃতদেহ

কলকাতা: এবার শহরে রহস্যমৃত্যু সরকারি হাসপাতালের চিকিৎসকের। বিধাননগরে ভাড়া বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার হল চিকিৎসকের পচা-গলা দেহ। বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম প্রসেনজিৎ মুখোপাধ্যায়। পুজোর সময় তিনি বিধাননগরের বিবি ব্লকের ২১০ নম্বর বাড়িতে আসেন। দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে ভাড়ায় ছিলেন তিনি। বাড়ির কেয়ারটেকারের দাবি, দশমীর পর থেকে নিজের ঘর থেকে আর বের হতে দেখা যায়নি তাঁকে।
সোমবার থেকে একটু-আধটু পচা গন্ধ পেতে শুরু করেন আশপাশের লোকজন। সন্দেহ হয় বাড়ির মালিকেরও। মঙ্গলবার সকালে খবর পেয়ে বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি মৃতের স্ত্রীও পৌঁছন সেখানে। কেয়ারটেকারের দাবি, দরজা খোলার পর চিকিৎসকের পচা গলা দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে বিধান নগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।
স্থানীয় বাসিন্দা জানান, ‘পুলিশ সাড়ে দশটা নাগাদ এল। বৌমা এসে দরজা খুললে দেখলাম মারা গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 10 =