নারায়ণপুরে থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ। বৃহস্পতিবার সকালে নারায়ণপুর লালকুঠি অঞ্চলে এই দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম প্রবীর দাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা বেশ কয়েক দিন ধরে এলাকায় দুর্গন্ধ পাচ্ছিলেন। বুধবার সন্ধ্যার পর থেকে সেই গন্ধ আরও প্রকট হয়ে উঠলে তাঁরা নিজেরাই এই গন্ধের উৎসের খোঁজ শুরু করেন। দুর্গন্ধের উৎস সন্ধান পেতেই খবর দেওয়া হয় থানায়। এরপরেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
এদিকে মৃত প্রদীপবাবুর আত্মীয়ের দাবি, মৃত ব্যক্তির স্ত্রীর মৃত্যু হয় কিছু দিন আগেই। এদিকে প্রতিবেশীরা জানাচ্ছেন, তারপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারও সঙ্গে বিশেষ কথাবার্তা আর বলতেন না তিনি। খাওয়াদাওয়াও ঠিক মতো করতেন না। এরইমধ্যে ওই ব্যক্তির মেয়েও অসুস্থ হয়ে পড়ে। তখন মেয়েটিকে তার মামাবাড়িতে পাঠিয়ে দেন তিনি। তাঁরও চিকিৎসার খরচও জোগাড় করতে পারছিলেন না প্রবীরবাবু। এতে মানসিক ভাবে আরও ভেঙে পড়েন প্রবীর। খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আত্মীয়রা অনেকে থাকলেও প্রত্যেকেই দূরে থাকেন। এই ব্যক্তি স্ত্রীর মৃত্যুর পর থেকে সেভাবে কারও সঙ্গে মিশতেন না। খাওয়াদাওয়াও ঠিক করে খেতেনও না।’ তবে এই ব্যক্তির কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।