কলকাতা: চাকরি দেওয়ার নামে ফের প্রতারণা। এবার কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে ভুয়ো ই-মেল আইডি তৈরি করে চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ উঠেছে। লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে। নদিয়ার রানাঘাট থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।ধৃতেরা হল অভিজিৎ সাধু ও রকি মৃধা। বছর সাতাশের অভিজিৎ রানাঘাটের নারায়ণপাড়ার বাসিন্দা। তিরিশ বছরের রকি মৃধা তাহেরপুরে থাকে। তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তকারীরা জানান, হরিহর প্রসাদ মণ্ডল নামে কলকাতা পুরসভার সেক্রেটারির তরফ থেকে অভিযোগ পান তাঁরা। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ। তদন্তকারীদের দাবি, এই ধরনের প্রতারণা চক্র রানাঘাট থেকে চালানো হচ্ছে বলে খোঁজ পাওয়া যায়। সেইমতো তদন্ত শুরু হয়। জানা গিয়েছে, ধৃত দুই যুবক কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে ভুয়ো ই-মেল আইডি তৈরি করে। ওই ই-মেল আইডি থেকে একাধিক ব্যক্তিকে মেল পাঠানো হয়। ওই ই-মেলের মাধ্যমে চাকরির প্রতিশ্রুতি দিত দু’জনে। তার বিনিময়ে বিপুল পরিমাণ টাকাও হাতিয়ে নিত তারা। সেই অভিযোগে শুক্রবার রানাঘাট থেকে দুই যুবককে পাকড়াও করেন তদন্তকারীরা। ধৃতদের শনিবার আদালতে তোলা হয়।