ইতিহাসের পাতায় ১৮ ডিসেম্বর

ভারতের ইতিহাসে ১৮ ডিসেম্বর

 গুরুত্বপূর্ণ ঘটনা

  • ১৩৯৮ খ্রি. – তেমুর লং দিল্লি আক্রমণ করে দখল করেন। এই আক্রমণে দিল্লি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
  • ১৯৬০ – দিল্লিতে ভারতের জাতীয় জাদুঘর (National Museum) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।
  • ১৯৮৯ – কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন।
  • ১৯৯৭ – ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ২০০৮ – ভারতের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সফলভাবে পরীক্ষা করা হয়।

 জন্ম

  • গুরু ঘসীদাস (১৭৫৬) – ছত্তিশগড়ের সমাজসংস্কারক ও সতনাম ধর্মের প্রতিষ্ঠাতা।
  • ভিখারি ঠাকুর (১৮৮৭) – ভোজপুরি লোকসংস্কৃতির প্রবাদপ্রতিম নাট্যকার, কবি ও শিল্পী।

 মৃত্যু

  • পদুমলাল পুন্নালাল বাকশী (১৯৭১) – বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সম্পাদক।

 বিশেষ দিবস (ভারত)

  • জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস – সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়।

 বিশ্ব ইতিহাসে ১৮ ডিসেম্বর

আন্তর্জাতিক দিবস

  • আন্তর্জাতিক অভিবাসী দিবস (International Migrants Day)
  • আরবি ভাষা দিবস

 উল্লেখযোগ্য ঘটনা

  • ১৭৮৭ – নিউ জার্সি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুমোদনকারী তৃতীয় অঙ্গরাজ্য হয়।
  • ১৮৬৫ – আমেরিকায় সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকর হয়; দাসপ্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়।
  • ১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধের দীর্ঘতম যুদ্ধ ‘ব্যাটল অব ভার্দুন’ শেষ হয়।
  • ১৯১৭ – ফিনল্যান্ড স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।
  • ১৯৫৬ – জাপান জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
  • ১৯৫৮ – বিশ্বের প্রথম যোগাযোগ উপগ্রহ প্রকল্প ‘প্রজেক্ট স্কোর’ উৎক্ষেপণ করা হয়।
  • ২০১৯ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ইমপিচড হন।
  • ২০২২ – আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জয় করে (ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ১৮ ডিসেম্বর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =