টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’,শুরু বিতর্ক

এবার নজরে এল মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’ শব্দের ব্যবহার। আর এই ইস্যুতেই উত্তাল হয়ে উঠল বঙ্গ রাজনীতি। এই ঘটনা সামনে আসার পরই কড়া মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। স্পষ্টতই জাান, ‘এই টেস্ট পেপারের বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। এটা সন্ত্রাসবাদ প্রমোট করছে। এটা লজ্জাজনক। আমি এই নিয়ে কেন্দ্রকে সবটা জানাব। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এখানেই শেষ নয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশাপাশি এই ইস্যুকে কেন্দ্র করে শাসক দল বা তৃণমূল সরকারকেও বিদ্ধ করতে দেখা যায় স্যাফ্রন ব্রিগেডকে। একটি ট্যুইটে  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার  তুলে ধরেন ওই টেস্ট পেপারের ছবি। সঙ্গে কটাক্ষের সুরে এও লেখেন, ‘তোষামোদের জঘন্যতম উদাহরণ। ছাত্রছাত্রীদের আজাদ কাশ্মীর  ম্যাপে চিহ্নিত করতে বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানেন? এই কাজ অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান দিলীপ ঘোষও। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্যে করে বলেন, ‘বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করছে এ রাজ্যের তৃণমূল সরকার। পড়ুয়াদের মধ্যে ভারত বিরোধী মনোভাব তৈরি করা হচ্ছে।’

এদিকে, গোটা ঘটনা নিয়ে বিতর্ক শুরু হতেই আসরে নামে তৃণমূলও। দলের জাতীয় মুখপাত্র রিজু দত্ত একটি ট্যুইটে লেখেন, ‘এটা একজন কোনও ব্যক্তির ভুল। পশ্চিমবঙ্গ সরকারের তরফে যা ব্যবস্থা নেওয়ার তা করা হচ্ছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়ে একটি দল এমন অপপ্রচার করছে।’

ঘটনার সূত্রপাত মাধ্যমিকের একটি টেস্ট পেপারকে ঘিরে। পর্ষদের ওই টেস্ট পেপারে সংশ্লিষ্ট টেস্ট পেপারের ১৩২ নম্বর পাতার বিভাগ খ-র উপবিভাগ ২.৪-এর প্রথম প্রশ্নে বলা হয়েছে, ‘ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর।’ সেই প্রশ্নের চারটি বিকল্প উত্তরের মধ্যে প্রথমটিতে উত্তর হিসেবে ‘আজাদ কাশ্মীর’ উল্লেখ করা হয়েছে। প্রতি বছরই মাধ্যমিকের আগে টেস্ট পেপার প্রকাশ করে পর্ষদ। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। সে ক্ষেত্রে এ বছর কয়েকদিন আগেই টেস্ট পেপার প্রকাশ করেছে পর্ষদ। সেই টেস্ট পেপারের ম্যাপ পয়েন্টিংয়ে একাধিক বিকল্পের মধ্যে রয়েছে ‘আজাদ কাশ্মীর।’ তাই পরে এ বিষয়ে খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় পর্ষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =