পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩

বেড়েই চলেছে পাকিস্তানের (Pakistan) মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার আত্মঘাতী বিস্ফোরণে ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম অন্তত ২২১ জন।  বিস্ফোরণের কিছু পরেই তার দায় স্বীকার করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বিস্ফোরণে তাঁদের হাত রয়েছে বলে জানিয়ে দেন পাক তালিবান জঙ্গি গোষ্ঠী। উল্লেখ্য, সোমবার দুপুর দেড়টা নাগাদ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে পেশোয়ারের মসজিদ। সেই সময় মসজিদে কমপক্ষে ৪০০ জন উপস্থিত ছিল বলে জানা গিয়েছে।

অন্যদিকে মঙ্গলবারই বিস্ফোরণ ঘটানো জঙ্গির মাথা উদ্ধার করল তদন্তকারী দল।  পেশোয়ারের (Peshawar Blast) পুলিশ আধিকারিক মহম্মদ আইজাজ খান জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুলিশ সেজে মসজিদে ঢুকেছিল ওই জঙ্গি। পুলিশের সরকারি গাড়িতে চেপেই মসজিদ চত্বরে পোঁছয় সে। ওই সময় মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন বেশ কয়েকজন পুলিশকর্মী। তাদের ভিড়ে মিশে নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা এড়িয়ে যায় ওই জঙ্গি।’

সোমবারের পর মঙ্গলবারেও উদ্ধারকাজ চালাচ্ছে পেশোয়ার পুলিশ। ইতিমধ্যেই ৯৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও অনেক দেহ পাওয়া যাবে বলেই আশঙ্কা উদ্ধারকারীদের। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =