দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৭

সিওল : বছর শেষে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। রবিবার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ১৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা মনে করছেন, উদ্ধার হওয়া দুজন ছাড়া প্রায় সবাই দুর্ঘটনায় মারা গেছেন।

দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। এসময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলো। তার মধ্যে ১৭৩ জন কোরিয়ান যাত্রী, দুজন থাই যাত্রী। কীভাবে দুর্ঘটনা ঘটলো, দক্ষিণ কোরিয়ার জরুরি বিভাগ তার কারণ খতিয়ে দেখছে।

তবে মনে করা হচ্ছে, বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে রানওয়ের উপরে বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাইলট। একে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা বলছেন অনেকে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের বিমানটি ব্যাঙ্কক থেকে ফিরছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =