কাঠমান্ডু : নেপালে সরকার-বিরোধী যুব সম্প্রদায়ের বিক্ষোভ-আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। আহত অন্তত ১০৩৩ জন। নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রকের তরফে এই পরিসংখ্যান জানানো হয়েছে। তবে হাসপাতালগুলির তরফে জানানো হয়েছে, আহতদের মধ্যে অন্তত ৭১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারের দুর্নীতি এবং সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের মধ্যে তরুণ প্রজন্মের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি।
বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করে পরিবার সমেত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তবে বৃহস্পতিবারও রাজধানী কাঠমান্ডু-সহ দেশের নানা প্রান্তে উত্তেজনা রয়েছে। আপাতত দেশের শাসনভার রয়েছে সেনাবাহিনীর হাতে। এ দিনও কার্ফু জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে সেনা।

