মৃত্যু আরও ২ অমরনাথ যাত্রীর

ফের মৃত্যুর ঘটনা ঘটল অমরনাথে। শনিবার আরও ২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। যার মধ্যে একেবারে অমরনাথ গুহায় মৃত্যু হয়েছে একজনের। আর গুহায় ওঠার আগে বেসক্যাম্পে মৃত্যু অন্যজনের। শনিবার জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে ২ অমরনাথ যাত্রীর মৃত্যুর খবর জানানো হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত চলতি বছরের অমরনাথ যাত্রায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬।

জানা গিয়েছে, ফতেহ লাল মানারিয়া এদিনই অমরনাথ গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু, ৩,৮৮৮ মিটার উঁচু অমরনাথ গুহা চত্বরে বাতাসে অক্সিজেনের পরিমাণ সাধারণত কম থাকে। ফলে গুহায় পৌঁছনোর পর শ্বাসকষ্ট শুরু হয়। ৬০ বছর বয়সি ফতেহ লালের। তারপর প্রয়োজনীয় অক্সিজেন না পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে জেরে গুহা চত্বরে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, এদিন বালতাল বেস ক্যাম্পে মৃত্যু হয় মাঙ্গি লালের। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

কাশ্মীর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন মৃত ২ অমরনাথ যাত্রীর নাম ফতেহ লাল মানারিয়া এবং মাঙ্গি লাল। দুজনেরই বয়স ৬০ বছর এবং দুজনই রাজস্থানের বাসিন্দা। অমরনাথ গুহায় মৃত্যু হয়েছে ফতেহ লালের এবং বালতাল বেসক্যাম্পে মৃত্যু হয়েছে মাঙ্গি লালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fourteen =