কলকাতা : কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) আয়কর আইনের অধীনে কর নিরীক্ষা রিপোর্ট দাখিলের নির্ধারিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত করেছে। মূল্যায়ন বর্ষ ২০২৫-২৬ (আয় বর্ষ ২০২৪-২৫)-এর জন্য এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
CBDT-র ইনকাম ট্যাক্স (ITA) বিভাগের কমিশনার জয়া চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। তিনি জানান, বিভিন্ন পেশাদার সংগঠন ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাছ থেকে সময়সীমা বাড়ানোর অনুরোধ পাওয়া গেছে। তারা জানিয়েছেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরীক্ষার কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি উচ্চ আদালতেও উপস্থাপিত হয়েছে।
জয়া চৌধুরী আরও জানান, আয়কর ই-ফাইলিং পোর্টাল সম্পূর্ণ সচল ও নির্ভরযোগ্য। ২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৪.০২ লক্ষ ট্যাক্স অডিট রিপোর্ট এবং ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭.৫৭ কোটির বেশি ITR দাখিল হয়েছে।
নির্ধারিত সময়সীমা বাড়ানোর জন্য একটি আনুষ্ঠানিক আদেশ শিগগিরই জারি করা হবে বলে তিনি জানিয়েছেন।

