অসুস্থ লালুপ্রসাদকে কিডনি দিয়ে দ্বিতীয় জীবন দেবেন মেয়ে রোহিণী

দীর্ঘ কয়েক মাস ধরেই গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদব। এবার তাঁর প্রাণ রক্ষা করতে এগিয়ে এলেন তাঁর মেয়ে রোহিণী আচার্য। এমনটাই জানিয়েছেন যাদব পরিবার ঘনিষ্ঠ এক সূত্র। রোহিণী সিঙ্গাপুরে থাকেন। শোনা যাচ্ছে, তিনি তাঁর বাবাকে কিডনি দান করবেন। চিকিৎসকরাও এই বিষয়ে অনুমোদন দিয়েছেন। রাষ্ট্রীয় জনতা পার্টির প্রধান গত মাসেই সিঙ্গাপুর থেকে ফিরেছিলেন। কিডনির চিকিৎসা করাতেই সেই দেশে গিয়েছিলেন তিনি। সেখানকার চিকিৎসকরা তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন।

সূত্রের দাবি, প্রাথমিকভাবে মেয়ের কিডনি নিতে চাননি লালু যাদব। কিন্তু, রোহিণীই তাঁর বাবাকে বোঝান। তিনি লালুকে বলেছিলেন, পরিবারের কোনও সদস্যর কিডনি নিলে, অস্ত্রোপচারে সাফল্যের হার বেশি থাকে। তবে, বিবিধ রোগে ভোগা লালুপ্রসাদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী ২৪ নভেম্বর কিডনি প্রতিস্থাপনের জন্য ফের সিঙ্গাপুরে যাবেন আরজেডি প্রধান। সেখানকার বিখ্যাত সেন্টার ফর কিডনি ডিজিজেস-এ অস্ত্রোপচার করা হবে। প্রথমে মেয়ের কিডনি নিতে চাননি লালু। পরে মেযে পরিসংখ্যান নিয়ে বাবাকে বোঝানোর পর রাজী হন তিনি। আর বাবাকে রাজি করিয়ে খুশি রোহিণী বলছেন, ‘হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি অত্যন্ত ভাগ্যবান যে, বাবাকে নিজের কিডনি দিতে পারছি। বাবার জন্য এটুকু করতে পেরে আমি সত্যি গর্বিত।’

জানা গিয়েছে, লালুপ্রসাদ যাদবকে কিডনি দানের জন্য রীতিমতো প্রতিযোগিতা ছিল। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রায় দুই ডজন নেতাকর্মী তাঁকে কিডনি দিতে ইচ্ছুক ছিলেন। তাঁদের অনেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষার পর, তাদের মধ্য থেকে কয়েকজনকে কিডনি দানের জন্য নির্বাচিত করেছিলেন চিকিৎসকরা। এর মধ্যে রোহিণী আচার্যর নামও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =