মস্কোয় গাড়ি বোমা হামলায় নিহত ‘পুতিনের মস্তিষ্ক’-র মেয়ে

লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির ‘পুতিনের মস্তিষ্ক’  আলেজান্ডার ডুগিন। কিন্তু, হিসেবে এদিক-ওদিক হওয়ায় মৃত্যু হল তাঁর কন্যার! রবিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোর উপকণ্ঠে এক গাড়ি বোমা হামলায় মৃত্যু হয়েছে রুশ প্রেসিডেন্ট ঘনিষ্ঠ কট্টর রুশ জাতীয়তাবাদী নেতা আলেসান্ডার ডুগিনের কন্যা, দারিয়া ডুগিনার। ইউক্রেনে রুশ হামলার সোচ্চার সমর্থক আলেসান্ডার ডুগিন। এই স্পষ্টভাষী রুশ উগ্র জাতীয়তাবাদী বুদ্ধিজীবীকে পশ্চিমী শক্তিগুলি ‘পুতিনের রাসপুটিন’ বা ‘পুতিনের মস্তিষ্ক’ বলে উল্লেখ করে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাশিয়ার আশপাশের রুশ-ভাষী অধ্যুষিত এলাকাগুলিকে, এক বিশাল নতুন রুশ সাম্রাজ্যের অন্তর্ভূক্ত করার দাবি জানান পুতিন ঘনিষ্ঠ আলেসান্ডার ডুগিন। ইউক্রেনে মস্কোর হামলার জোরদার সমর্থক তিনি। ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অন্তর্ভূক্ত করাকেও আন্তরিকভাবে সমর্থন করেছিলেন তিনি। ২০১৪ সালের পর থেকেই পশ্চিমী দেশগুলি তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

রাশিয়ায় যে কোনও বড় অপরাধের ঘটনার তদন্ত করে রুশ তদন্ত কমিটি। এই কমিটি জানিয়েছে, মস্কোর বাইরে প্রায় ৪০ কিলোমিটার দূরে বলশি ভিজিওমি নামে এক গ্রামের কাছে এক হাইওয়েতে এই ঘটনা ঘটেছে। কমিটির দাবি, আলেসান্ডার ডুগিনই এই হামলার সম্ভাব্য লক্ষ্য ছিলেন। কারণ তাঁর মেয়ে দারিয়া, একেবারে শেষ মুহূর্তে বাবার গাড়িটি নিয়ে বেরিয়েছিলেন। বলশি ভিজিওমি গ্রামের পাশের হাইওয়েতে দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়িতে জোরালো বিস্ফোরণ ঘটে। কমিটি আরও দাবি করেছে, টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটিতেই বোমা রাখা হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় দারিয়া ডুগিনার। এক ঘটনার প্রক্ষিতে একটি হত্যাকাণ্ডের মামলা করে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 8 =