দশাবতার তাস ও পাথর শিল্পের স্থান ডাক বিভাগের বিশেষ খামে

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে এবার জায়গা করে নিল বাঁকুড়ার বিষ্ণুপুরের দশাবতার তাস ও শুশুনিয়ার ঐতিহ্যবাহী পাথর শিল্প। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ খামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডাক বিভাগের সাউথ বেঙ্গল রিজিয়নের জেনারেল পোস্টমাস্টার শশী শালিনী কুজুর।
ডাক বিভাগ সূত্রে খবর, বিষ্ণুপুরের দশাবতার তাসের কদর বিশ্বজুড়ে। বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের অন্যতম আগ্রহের বিষয় এই দশাবতার তাস। একইসঙ্গে শুশুনিয়ার ঐতিহ্যবাহী পাথর শিল্পকে নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই, আর সেই কারণেই বাঁকুড়ার বিখ্যাত হস্তশিল্পকে আরও বেশি করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোডাল ডেপুটি কালেক্টর বিপ্লব চক্রবর্তী, বাঁকুড়া মুখ্য ডাকঘরের সিনিয়র পোস্টমাস্টার প্রদত্ত কুমার দাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =