মহাকাশ থেকে রামমন্দির ‘দর্শন’

প্রাণপ্রতিষ্ঠার আগে রামভক্তদের অপূর্ব উপহার দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মহাকাশ থেকে এবার রামমন্দির দর্শন করালো স্বদেশি স্যাটেলাইটে।

শনিবার প্রকাশ্যে এসেছে ইসরোর উপগ্রহ থেকে তোলা ছবিগুলো।  ছবিতে দশরথ মহল ও সরযূ নদী স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখা যাচ্ছে নবমির্মিত অযোধ্যা রেল স্টেশনও। মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ছবিগুলো তোলা হয়েছে ১৬ ডিসেম্বর। রামমন্দিরের এই ছবিগুলো তোলা হয়েছে সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্ডিয়ান রিমোট সেন্সিং সিরিজের স্যাটেলাইটগুলো থেকে।

উল্লেখ্য, বর্তমানে মহাকাশে প্রায় ৫০টি উপগ্রহ রয়েছে ভারতের। এদের মধ্যে অনেকগুলোই নিখুঁতভাবে এক মিটারেও কম জায়গার ছবি তুলতে পারে। রামমন্দির নির্মাণেও ইরসোর সাহায্য নেওয়া হয়েছে। মডার্ন ইঞ্জিনিয়ারিং বা আধুনিক স্থাপত্যকলার অদ্ভূত নিদর্শন রামমন্দির। এর নির্মাণে উপগ্রহ থেকে পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে কম্পিউটার মডেলগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =