আষাঢ়ের শুরুতেই শহরজুড়ে সক্রিয় মৌসুমী বায়ু। সোমবার ভোর থেকেই ঘন কালো মেঘে মুখ ঢেকেছিল আকাশ। কিছু সময় গড়াতেই নামে ঝেপে বৃষ্টি। সপ্তাহের শুরুতেই ঝমঝমিয়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। এই বৃষ্টিই দক্ষিণবঙ্গে বর্ষার আগমনবার্তা বলেই মনে করছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ প্রাক্ বর্ষার বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
তবে আজও তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে পশ্চিমের কিছু জেলাতে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হিসাব মতো বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যদিও আজ থেকে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। আর তাই সকাল থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে কয়েক জেলায়। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের হাওয়া বদল শুরু আজ থেকেই।