প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি জানিয়ে দিলেন যে, টি-২০ বিশ্বকাপে কোন তিন পেসারকে নিয়ে ভারতের দল করা উচিত। চলতি বছর অক্টোবর মাসে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।
ভেট্টরি এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে হয় জসপ্রীত বুমরা ও হর্ষল প্যাটেলের টিমে থাকা উচিত ওদের ডেথ বোলিংয়ের জন্য। ওরা যে কাজটা করতে পারে। হর্ষল মাঝের দিকেও বল করতে পারে। তৃতীয় সিমার বেছে নেওয়া কঠিন। তবে আমার মনে হয় মহম্মদ শামি পাওয়ারপ্লে-তে যেভাবে উইকেট তুলে নিতে পারে, মাঝের দিকের ওভারে আগ্রাসী ভাবে বল করতে পারে। শেষের দিকে প্যাটেল-বুমরা তো রয়েছেই।”
আগামী জুনে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে। টি-২০ সিরিজের শুভারম্ভ হচ্ছে ৯ জুন দিল্লিকে। শেষ ১৯ জুন বেঙ্গালুরুতে। খেলা হবে পাঁচ শহরে। এই সিরিজেও আশা করা হচ্ছে যে, ভারত শো-পিস ইভেন্টের আগে নেট প্র্যাকটিস সেরে নেবে। বলাই বাহুল্য যে এই সিরিজে নতুন কিছু মুখও হয়তো সুযোগ পেতে পারেন, যাঁরা আইপিএলে ভাল পারফর্ম করেছেন।