আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সিউড়ির নৃত্যশিল্পীর

আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিউড়ির নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের।মৃত্যুর তদন্ত শুরু করল মার্কিন পুলিশ। গোটা ঘটনাটি নিয়ে মুখ খুলেছে শিকাগোর ভারতীয় কনসুলেটও। ভারতীয় কনসুলেটের তরফে বলা হয়, প্রয়াত অমরনাথ ঘোষের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা রইল। গোটা ঘটনার দিকে আমরা নজর রাখছি। ইতিমধ্যেই মৃত্যুর তদন্ত শুরু করেছে সেন্ট লুইসের পুলিশ। তাদের সঙ্গে সমস্ত সহযোগিতা করব। ভারতীয় নৃত্যশিল্পীর উপর বন্দুকবাজের হামলার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কনসুলেট।

জানা গিয়েছে, অমরনাথের মা তিন বছর আগেই মারা গিয়েছেন। আর শৈশবেই বাবাকে হারিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার অমরনাথের কাকা-কাকিমার কাছে তাঁর মৃত্যুর খবর আসে। তবে বাঙালি নৃত্যশিল্পীর মৃত্যু ঘিরে প্রচুর ধোঁয়াশা ছিল পরিবারের মনে। খবর পেয়ে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে অমরনাথের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + five =