ব্যারাকপুর :বেশ কয়েক বছর ধরে গঙ্গা ভাঙন দেখা যাচ্ছিল ছিল গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঙালি ঘাটে। ইতিমধ্যেই ঘাট সংলগ্ন একাধিক বাড়ি গঙ্গার গর্ভে চলে গিয়েছে। যাদের ঘরবাড়ি টিকে রয়েছে, তারাও আশঙ্কায় দিন কাটাতেন। বাসিন্দাদের অভিযোগ ছিল, বারবার পুরসভার তরফে শালবোল্লি ফেলে দায়সারাভাবে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে।
বুধবার থেকে শুরু হল রাজ্যের সেচ দপ্তরের উদ্যোগে কাঙালি ঘাটে ভাঙন রোধে কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ। সেই কাজ দেখতে এদিন কাঙালি ঘাটে হাজির ছিলেন গারুলিয়া পুরসভার পুরপ্রধান রমেন দাস, উপ-পুরপ্রধান অশোক সিং, সিআইসি গৌতম বসু, সেচ দপ্তরের অধিকারিক রবিন হালদার, নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারিক পার্থ সারথি মজুমদার প্রমুখ। সেচ দপ্তরের অধিকারিক রবিন হালদার বলেন, ভাঙন রুখতে কংক্রিটের বিম বানিয়ে বাঁধ দেওয়া হবে। আশা করা যাচ্ছে, এবার ভাঙন রোধ করা সম্ভব হবে। অপরদিকে পুরপ্রধান রমেন দাস বলেন, ‘সার্ভে করার পর সেচ দপ্তরের উদ্যোগে গঙ্গা ভাঙন রোধে কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই কাজে সেচ দপ্তর বরাদ্দ করেছে দেড় কোটি টাকা।’