মানব পাচার মামলায় গ্রেপ্তার দালের মেহেন্দি

২০০৩ সালের মানব পাচার মামলায় গায়ক দালের মেহেন্দিকে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সংবাদ সংস্থা সূত্রে খবর, আদালতের নির্দেশের পরই গ্রেপ্তার করা হয়েছে দালেরকে।

১৯ বছর আগের মানব পাচার মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতের নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল পাটিয়ালা আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১২০বি, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় দালেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।দালেরের ট্রুপের সঙ্গে অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ ওঠে তাঁর ভাই সামশের মেহেন্দির বিরুদ্ধে। ঘটনায় নাম জড়ায় দালেরেরও। ২০০৩ সালেতাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগকারী বকশিস সিং দাবি করেছিলেন, অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে চুক্তি হয়েছিল, তা কখনই বাস্তবায়িত হয়নি। অভিযুক্তেরা টাকাও ফেরত দেননি। এরপরই দালের, তাঁর ভাই ও আরও দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 3 =