ব্যারাকপুর: বৃদ্ধাশ্রমই ওঁদের আশ্রয়। কাছের মানুষ বলতে আশ্রমের আবাসিকরাই। বৃদ্ধাশ্রমের চত্বরেই ওঁদের জীবন কাটে। ভালোবেসে কোথাও ঘুরিয়ে আনার মানুষ ওঁদের জীবনে নেই বললেই চলে।
তবে এবার বৃদ্ধাশ্রমে থাকা বয়স্ক আবাসিকদের দক্ষিণেশ্বরে ভবতারিণী ম¨ির দর্শনের ব্যবস্থা করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বুধবার দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির দর্শনে নিয়ে যাওয়া হয়েছিল। ব্যারাকপুর পুরসভা পরিচালিত ‘প্রাপ্তি’ বৃদ্ধাশ্রমের ২২ জন আবাসিককে এদিন কমিশনারেটের কার্যালয়ের সামনে থেকে বাসে করে দক্ষিণেশ্বর নিয়ে যাওয়া হয়েছিল। আবাসিকদের যাত্রার শুভ সূচনা করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ও ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস। পুলিশ কমিশনারেটের এহেন উদ্যোগে খুশি আবাসিকরা।
পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, দক্ষিণেশ্বর মন্দির দর্শনে যেতে পেরে বৃদ্ধাশ্রমের আবাসিকরা ভীষন খুশি। আবাসিকদের মধ্যে অনেকেই আছেন যাঁরা প্রথমবার দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছেন। অন্য দিকে, পুরপ্রধান উত্তম দাস বলেন, পুরসভা পরিচালিত ‘প্রাপ্তি’র আবাসিকদের দক্ষিণেশ্বর মন্দির দর্শনে পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়েছে। তবে পুরসভার পক্ষ থেকে আবাসিকদের সমস্ত কিছু সরবরাহ করা হয়। অনেকে আবার মাঝে মধ্যে আবাসিকদের খাবার-দাবার এবং জামা-কাপড়ও দিয়ে যান।