হাঁটু সমান কাদা জলেই নিত্যদিনের যাতায়াত, ক্ষুব্ধ নানারাই গ্রামের বাসিন্দারা

বিশাল রাস্তার প্রতিবাদ জানিয়ে ধানের চারা লাগিয়ে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারী বাসিন্দাদের অভিযোগ, বর্ষাকালে দেখলে বোঝা যাবে না রাস্তা না কোনও ছোট জলাশয়। বারবার বলার পরেও হয়নি সংস্কার। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা সংশ্লিষ্ট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে, চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারাই গ্রামে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, নানারাই থেকে হাজীপুর, রাধিকাপুর হয়ে বিহার যাওয়ার রাস্তার অবস্থার বেহাল দশা। এতটাই খারাপ রাস্তার অবস্থা প্রায় হাঁটু সমান কাদা জল জমে থাকছে সব সময়। চলাচলের অযোগ্য রাস্তা। বাইক বা সাইকেল নিয়ে যেতে গিয়ে পড়ে যাচ্ছে মানুষজন। ওই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে সমস্যার মুখে পড়ছে ছাত্র-ছাত্রীদের। এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে আরো বিপাকে পড়তে হচ্ছে। কারণ ওই রাস্তা দিয়ে আসতে চাইছে না অ্যাম্বুল্যান্স। ফলে অসুস্থ রোগীকে খাটে করে নিয়ে রাস্তা পার করতে হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনে বারবার অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। ভোটের আগে রাস্তা মেরামতি করার প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট পেরিয়ে গেলে আর দেখা পাওয়া যায়নি জন-প্রতিনিধিদের। তাই এদিন এই বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখেছেন কয়েকশো গ্রামবাসী। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, এর আগে দীর্ঘ সময় ধরে কংগ্রেস ওই পঞ্চায়েতে ক্ষমতায় ছিল কিন্তু কোনও রাস্তার কাজ হয়নি। আমরা আসার পর বহু কাজ হয়েছে। কিছু বাকি আছে। আশা করছি ওই এলাকার রাস্তা সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − ten =